নিজস্ব প্রতিবেদক:
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আফজাল হোসেন। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
এতে বলা হয়েছে, মো. আফজাল হোসেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমানের স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. নূর-উর-রহমান আগামী ৭ অক্টোবর থেকে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী ৮ অক্টোবর থেকে আগামী বছরের ৭ অক্টোবর পর্যন্ত তিনি অবসরকালীন ছুটিতে থাকবেন। এ সময় বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন তিনি।