ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্থানীয় করাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দিপেন্দ্র চক্রবর্ত্তী দিপু আজ শুক্রবার (২৯ অক্টোবর) ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।