আনন্দ ঘর ডেস্ক: বাবা হারালেন সময়ের দাপুটে অভিনেতা আফরান নিশো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে নগরীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া ভোলা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কিডনিসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন আফরান নিশোর বাবা। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে মো. আব্দুল হামিদ মিয়া ভোলা স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আব্দুল হামিদ মিয়া ভোলা একজন বীর মুক্তিযোদ্ধা। টাংগাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।