আনন্দ ঘর ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, তামান্না তার পরবর্তী ওয়েব সিরিজের শুটিং করছিলেন হায়দরাবাদে। শুটিং চলাকালে করোনার উপসর্গ দেখা দেয় তার। এরপর দ্রুত চিকিৎসার জন্য হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে কোভিড-১৯ পরীক্ষার পর রেজাল্ট পজিটিভ আসে।
‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়ার মা-বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত আগস্ট মাসের শেষের দিকে ইনস্টাগ্রামে এ তথ্য তামান্না নিজেই জানিয়েছিলেন।
তামান্না ভাটিয়া অভিনীত পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন নওয়াজের ভাই সামাস নবাব সিদ্দিকী। পাশাপাশি তেলেগু ভাষার ‘সিটিমার’ ও ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় তামান্নাকে দেখা যাবে।