বাঙলা প্রতিদিন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের সাজা থেকে মুক্তি সম্ভব হয়েছে। এমন অর্জন অভিবাসীদের বার্তা দেয়, বাংলাদেশ সরকার তাদের পাশে
আছে।
উপদেষ্টা আজ ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ভয়েসেস অভ্ রেজিলিয়েন্স : এমপাওয়ারিং বাংলাদেশ মাইগ্র্যান্ট ওয়ার্কার্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, নারী উন্নয়নে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রণালয়ের কাজের সম্পৃক্ততা রয়েছে।
এজন্য মাইগ্রেন্ট অভিবাসী নারী ওয়ার্কারদের উন্নয়নে পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে পলিসি গ্রহণ করতে হবে।
বিদেশে যাওয়ার সময় হয়রানি থেকে মুক্তি পেতে এয়ারপোর্টে তাদের সার্বিক সহযোগিতা করতে হবে তাহলে নারীদের স্বার্থ রক্ষা হবে।
উপদেষ্টা আরো বলেন, অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স এদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, তাদের সুরক্ষা বিষয়ে আমাদের ভাবতে হবে। দেশকে সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন উদ্যমে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।
সেমিনারে উদ্বাস্তু ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার লিলি গোমস, আইন ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ এবং রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে এবিএম শামসুল আলম বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বক্তারা অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের দায়িত্ব এবং প্রাসঙ্গিক নীতিমালা বাস্তবায়নের ওপর জোর দেন। অনুষ্ঠানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আইনি সহায়তা, পুনর্বাসন ব্যবস্থার উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরা হয়।