এম এ মান্নান লালমনিরহাট প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই কাইয়ুম আলী (৫৫) নিহত।
আজ বিকেলে নিজ বাড়ি উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া মোজাফ্ফরের মিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু বাচ্চাকে কোলে নেয়াকে কেন্দ্র করে কাইয়ুমের স্ত্রীর জমিরনের সাথে মঙ্গলবার দুপুরে বিবাদ লাগে কাইয়ুমের ছোট ভাই সফিয়ার রহমান সফির (৪৬) স্ত্রীর। এঘটনায় ছোট ভাই সফি ক্ষিপ্ত হয়ে লাঠি (আম গাছের ডাল) দিয়ে আঘাত করলে হৃদরোগী কাইয়ুম আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে নিহতের পরিবার মরদেহ নিয়ে বাড়িতে ফিরে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ বিকেলে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। পলাতক রয়েছেন ছোট ভাই সফিয়ার রহমান সফি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। মর্গের রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম এ মান্নান, লালমনিরহাট/১৩-১০-২০,০১৭১৭৫৪৫৫৬৯।