300X70
শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আলোচিত খবর
 6. উন্নয়নে বাংলাদেশ
 7. এছাড়াও
 8. কবি-সাহিত্য
 9. কৃষিজীব বৈচিত্র
 10. ক্যাম্পাস
 11. খবর
 12. খুলনা
 13. খেলা
 14. চট্টগ্রাম
 15. জাতীয়

আন্তঃক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৮, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সংসদীয় বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শহিদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের অডিটোরিয়ামে এবং আন্তঃক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজের সংসদীয় ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত সংসদীয় বাংলা বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি এবং সংসদীয় ইংরেজী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট, এমআইএসটি মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, আরসিডিএস, এনডিসি, পিএসসি।

উল্লেখ্য, সংসদীয় বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এ স্কুল পর্যায়ে শহিদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন ও কলেজ পর্যায়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সংসদীয় ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এ স্কুল পর্যায়ে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও কলেজ পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে উভয় অনুষ্ঠানদ্বয়ের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানদ্বয়ে সেনাবাহিনীর ঊধর্¡তন কর্মকর্তাগণ ছাড়াও অংশগ্রহণকারী স্কুল ও কলেজের সভাপতিবৃন্দ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, মডারেটর ও বিচারকমণ্ডলী, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তাছাড়া, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি অঞ্চলের আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ (বাংলা ও ইংরেজী মাধ্যম) অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাসমূহ গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শুরু হয়েছিল।

সর্বশেষ - ক্যাম্পাস

ব্রেকিং নিউজ :