300X70
সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৪ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হলো স্প্রিং ২০২৪ সেমিস্টারের ক্লাব ফেয়ার। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গ্রীনরোডে ক্লাব ফেয়ারের আয়োজন করে ইউএপি’র ছাত্র কল্যাণ অধিদপ্তর।

ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান যৌথভাবে ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন।

নবীন শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে পরিচিত করার উদ্দেশ্যে সেমিস্টারের শুরুতে ক্লাব ফেয়ারের আয়োজন করা হয়।

এ সময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. এএসএম মহসিন, প্রমুখ।

উদ্বোধন শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। এ সময় ক্লাব সদস্যরা ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। পরে বিচারকমণ্ডলীর দেয়া নম্বরের ভিত্তিতে ১৫টি ক্লাবের মধ্যে ৩টি ক্লাবকে সেরা স্টলের পুরস্কার তুলে দেয়া হয়।

সর্বশেষ - খবর