নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ ইউনিয়ন ব্যাংক লিমিটেড ফুটবল টিম অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেজবানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনাপর্ষদের সদস্যবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংক লিমিটেড ফুটবল টিম সহ অংশগ্রহণকারি ব্যাংকের কোচ, ম্যানেজার এবং খেলোয়াড়বৃন্দ।