নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঈদযাত্রায় নৌপথে টিকিট কাটতে লাগবে এনআইডি কার্ড। দুর্ঘটনা এড়াতে ঈদের ৫ দিন আগে থেকেই বন্ধ থাকবে বাল্কহেড, পণ্যবাহী নৌযান। সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধ এবং ঘরে ফেরা মানুষের যাত্রা সহজ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দেশের বিভিন্ন রুটে প্রতি বছরই বিলাসবহুল নতুন নতুন লঞ্চ যুক্ত হচ্ছে যাত্রী সেবায়। এবার ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। চলছে রং তুলির আঁচড় আর ধোয়ামোছার কাজ।
সরকারের নিয়ম মেনে, লঞ্চ চালানোর কথা জানিয়েছেন মালিকরা। বলেছেন, বহন করা হবে না অতিরিক্ত যাত্রী। সেই সঙ্গে কালবৈশাখী মৌসুমের কারণে থাকছে বাড়তি সতর্কতা।
এদিকে, নৌপথে ঈদযাত্রা নিয়ে সচিবালয়ে বৈঠক করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, ঈদে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর তদারকি থাকবে সরকারের।
ঈদের সময় মাওয়া থেকে বাংলাবাজার পর্যন্ত ২৪ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলবে। আর দুর্ঘটনা এড়াতে ঈদের ৫ দিন আগে থেকে বন্ধ থাকবে বাল্কহেড ও পণ্যবাহী যান চলাচল।
আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলেও জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।