বাঙলা প্রতিদিন ডেস্ক : উচ্ছৃঙ্খলার আগুনে পুড়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। বিকেল ৫টায় শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃংখল জনতা।
তারা অগ্নি নির্বাপণ কর্মীদের মারধর করে। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন। তারা হলেন খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম এবং একই স্টেশনের ড্রাইভার শরিফুল ইসলাম। হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা স্টেশনে ফেরত গিয়েছেন।
আজ ২৮ অক্টোবর এ পর্যন্ত মোট ২২টি আগুনের ঘটনার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ১২টি দুর্ঘটনায় আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। বাকিগুলোতে কাজ করতে হয়নি।