মাঠে-মাঠে ডেস্ক : উয়েফা নেশন্স লিগে রোনালদোকে ছাড়াই সুইডেনকে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ৩-০ গোলের জয় গত আসরের চ্যাম্পিয়নরা।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ম্যাচটিতে ছিলেন না পর্তুগালের নিয়মিত অধিনায়ক ও তারকা ফুটবলার রোনালদো।
বুধবার রাতে নিজেদের মাঠে খেলতে নেমে ২১তম মিনিটে দিয়েগো জোতার থেকে বল পেয়ে জালে বল জড়ান মিডফিল্ডার সিলভা। বিরতিতে যাওয়ার আগে ডিফেন্ডার জোয়াও কানসেলোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন জোতা।
বিরতির পর মাঠে নেমে ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পর্তুগালকে। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন জোতা।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ লিগের গ্রুপ ২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পর্তুগাল।