তথ্য-প্রযুক্তি ডেস্ক: গতমাসে গ্যালাক্সি ডিভাইসের জন্য নতুন অ্যান্ড্রয়েড ১১ এর উপর ভিত্তি করে ওয়ান ইউআই ৩.০ বেটা সফটওয়্যারের ঘোষণা দেয় স্যামসাং। এরইপরই দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস২০ ডিভাইসে বেটা সফটওয়্যারটি জায়গা করে নেয়।
এস২০ এর পর স্যামসাং গ্যালাক্সি এস২০ ট্রিও এবং নোট ২০ ডুয়োর জন্যও বেটা প্রোগ্রামটি উন্মুক্ত করে। একাধিক বেটা আপডেটের পর অবশেষে ওয়ান ইউআই ৩.০ এর স্ট্যাবল সংস্করণের প্রায় কাছাকাছি চলে এসেছে।
স্যামসাং ইতিমধ্যেই তাদের মালয়েশিয়ান ওয়েবাসাইটে ওয়ান ইউআই ৩.০ এর প্রধান ফিচারগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এর থেকে বোঝা যাচ্ছে শিগগিরই স্ট্যাবল সংস্করণটি গ্রাহকের ডিভাইসের চলে আসছে।
প্রধান ফিচারগুলোর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ মাল্টিমিডিয়া কন্ট্রোলের রিডিজাইন কুইক প্যানেল। এটি ব্যবহারকারীদের সহজেই এক মাল্টিমিডিয়া প্লেব্যাক সোর্স থেকে আরেকটিতে সুইচ করার সুযোগ দেয়। প্যানেল থেকেই এটি নিয়ন্ত্রণ করা যায়। ফোল্ডেবল ডিভাইসের জন্য আনা হয়েছে মাল্টি-অ্যাক্টিভ উইন্ডো। একইসাথে তিনটি অ্যাপ ব্যবহার করা যাবে নতুন ইউআই এর মাধ্যমে।
যুক্ত হয়েছে ডুয়াল প্রিভিউ এবং পিছনের ক্যামেরার সেলফি সুবিধা। এছাড়া গুড লক কাস্টোমাইজেশন সফটওয়্যার, ফুল স্ক্রিণ ভিডিও কলসহ যুক্ত হয়েছে অসংখ্য ফিচার।