বাঙলা প্রতিদিন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর মুখ খুলতে শুরু করেছেন এতদিন কালো তালিকায় থাকা দেশের অনেক গুণী শিল্পী। সম্প্রতি নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি।
এক সময় প্লে-ব্যাকের সম্রাজ্ঞী কনকচাঁপা জানান, প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে তাকে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল।
এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘আমি বিগত সাতটি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেই ভেঙে পরিনি। আমি সবসময় হাসিখুশি থেকেছি। কখনো কাঁদিনি। কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে, কারো কাছে অভিযোগও করিনি।
নিগৃহীত হওয়ার ব্যাপারে এ শিল্পী বলেন, আমাকে ৭ বছর যেভাবে বোবা করে রাখা হয়েছে তা বর্ণনাতীত। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আমি গান গাইতে পারিনি।
একজন শিল্পী যদি গান গাইতে না পারেন তবে বোবা হয়ে যাওয়াই ভালো। গত ৭ বছরে আমার কোনো গান বেতার কিংবা বিটিভিতে প্রচার হয়নি। শিল্পকলা একাডেমিতে ডাকা হয়নি।
নতুন শিল্পীদেরও গাইতে দেয়া হয়নি আমার গান। আর সরকারি অনুষ্ঠানে তো আমি ব্ল্যাক লিস্টেডই ছিলাম। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে ছিলেন কনকচাঁপা।
১৭ জুলাই এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি সবসময়ই ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশে সম-অধিকার নিশ্চিত হোক।’
গত সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়া প্রসঙ্গে এ শিল্পী বলেন, সবার এমন অবস্থা হয়েছিল গত সরকারের আমলে যে কেউ কথা বলার সাহস পায়নি।
এই প্রজন্মের ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে তারা অন্যায়-অত্যাচার সহ্য করতে পারে না। আমি তাদের স্যালুট জানাই।
আর অন্তর্বর্তী সরকার যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে তার জন্য আমাদের সবার সহযোগিতা করা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর দেশ আমরা গড়বো।
তিন দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে আছেন কনকচাঁপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। ৩৫টিরও বেশি একক অ্যালবাম রযেছে তার।