300X70
বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আবহাওয়া
 6. আলোচিত খবর
 7. উন্নয়নে বাংলাদেশ
 8. এছাড়াও
 9. কবি-সাহিত্য
 10. কৃষিজীব বৈচিত্র
 11. ক্যাম্পাস
 12. খবর
 13. খুলনা
 14. খেলা
 15. চট্টগ্রাম

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রেলমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৩, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।এ সময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের শুভেচ্ছা জানান। রেলমন্ত্রী চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

রেলমন্ত্রী বলেন, “আমরা সফলতার সাথে গতকাল বুধবার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। যা সম্ভব হয়েছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায়। আমরা চেষ্টা করছি যে সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে।”

তিনি আরও বলেন, “সব প্রস্তুতি আছে।ঢাকা থেকে প্রতিদিন ৬৪ ট্রেন ছেড়ে যায়। আজ দুই একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে। নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে রেলওয়ে কাজ করে যাচ্ছে।এছাড়াও আম ও গবাদিপশু পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু করেছি।”

মন্ত্রী বলেন, “আমরা এইবারো চেষ্টা করছি ঈদুল আজহা উদযাপনের জন্য যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে।সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদুল আজহার যাত্রায় এবারও ভালো করতে চাই।”

এসময় রেলপথ সচিব হুমায়ুন কবীর, মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :