আনন্দ ঘর ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। করোনামুক্ত হওয়ার পর তাদের প্রথমবার একসঙ্গে দেখা গেলো।
রোববার (১১ অক্টোবর) মালাইকাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন অর্জুন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন তারা। এই সময় সাদা রঙের পোশাক পরে ছিলেন মালাইকা। অন্যদিকে গাড়ির চালকের আসনে বসে ছিলেন অর্জুন।
গত ৬ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অর্জুন কাপুর। একই দিনে মালাইকা আরোরাও জানান, তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ। পরবর্তী সময়ে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন এই জুটি।
সম্প্রতি করোনামুক্ত হয়ে কাজে ফিরেছেন মালাইকা। ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে ফের দেখা যাবে তাকে। অন্যদিকে অর্জুন কাপুরও শিগগির সিনেমার শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন।
কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অর্জুন কাপুর লেখেন, ‘সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি এই সপ্তাহে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছি। সেরে ওঠার পর ভালো বোধ করছি এবং কাজে ফেরার জন্য উচ্ছ্বসিত। শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ।