আক্রান্ত আট কোটি ৮৪লাখ, মৃত্যু ছাড়ালো ১৯ লাখ
বাহিরের দেশ ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাসে সারাবিশ্বে মৃত্যুর মিছিল বাড়ছেই। সবশেষ তথ্য অনুযায়ী সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ছয় হাজারে। আর একদিনে প্রাণ হারিয়েছে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ। বিশ্বে শনাক্ত ছাড়িয়েছে আট কোটি ৮৪লাখ।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো রেকর্ড চার হাজার একশ ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়াল তিন লাখ ৭৪ হাজার।
অন্যদিকে চীনের উত্তরাঞ্চলের শিজিয়াজুয়াংয়ের এক কোটি ১০ লাখ মানুষকে লকডাউনের আওতায় রাখা হয়েছে। শহরটিতে একশরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আর সংক্রমণ বাড়ায় জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ থেকে শুরু হয়ে এই জরুরি অবস্থা চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে, মার্চের পরিবর্তে ফেব্রুয়ারি থেকেই গণহারে টিকা দেয়া হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় ১৪ শতাধিক মানুষ মারা গেছে।