নিজস্ব প্রতিবেদক: এবার ‘অমর একুশে বইমেলা’ অনুষ্ঠিত হবে কিনা এখনো খোলাসা করে বলছেন না আয়োজক কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা মহামারিতে প্রতিবছরের মতো ফেব্রুয়ারি মাসে ‘অমর একুশে বইমেলা’ হচ্ছে না।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী রোবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে জানান, করোনা পরিস্থিতিতে প্রতিবছরের মতো এ বছর পহেলা ফ্রেব্রুয়ারি বই মেলা হচ্ছে না। তবে, কবে হবে তা পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে।’ এছাড়া রাষ্ট্রীয়ভাবে যদি সিদ্ধান্ত হয়, তবেই বইমেলা অনুষ্ঠিত হবে। তবে, এ বছরের বইমেলা এ বছরেই অনুষ্ঠিত হবে বলেও জানান বাংলা একডেমির মহাপরিচালক।
ফেব্রুয়ারিতে না হলে কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে হাবীবুল্লাহ সিরাজী জানান, মার্চ অথবা এপ্রিলে হবে কি না তাও নিয়েও সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টি পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বর্তমানে করোনা পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। পরের মাসেও বইমেলা হবে কিনা সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’
১৯৭২ সালে বাংলা একডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হয়। এরপর ১৯৭৮ সালে বাংলা একাডেমি প্রতিবছর বইমেলা আয়োজনের দায়িত্ব গ্রহণ করে। পরে মেলার নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’।