কলমাকান্দা (নেত্রকোনা)সংবাদদাতা : আসন্ন কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন- মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও কলমাকান্দা২৪.কম-এর নির্বাহী সম্পাদক রুনা আক্তার।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা মোরস্থ ক্যাফে ইচ্ছেগুড়ির ছাদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রুনা আক্তার বলেন, কলমাকান্দাকে একটি স্মার্ট উপজেলা বাস্তবায়নের ক্ষেত্রে তরুণরাই বিশেষ ভূমিকা রাখতে পারবে। তাই আপনারা আমার পাশে থাকলে সফলতার সাথে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।
কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমির হামজা বাবুর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কলমাকান্দা২৪.কম সম্পাদক এসএম শামীম।
সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম আয়ন, শিক্ষক সুজন সরকার রাজু, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রিয়াদ, উপজেলা ছাত্রলীগরে যুগ্ম আহ্বায়ক আওয়াল মিয়া, জেলা ছাত্রলীগের সদস্য সাগর আহমেদ প্লাবন, কলমাকান্দা সদর ইউনিয়ন ছাত্রলীগরে যুগ্ম আহ্বায়ক রঞ্জন বিশ্বসসহ আরো অনেকে।
এ সময় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুনা আক্তারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কলমাকান্দায় তরুণ নেতৃত্বকে নির্বাচিত করার বিষয়ে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।