কলাপাড়ায় (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক অসহায়, দরিদ্র ও চিকিৎসা সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূলে চক্ষু চিৎকিসাসেবা দেওয়া হয়েছে। বেসকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন’র উদ্যোগে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক সহায়তা করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউড হাসপাতাল বরিশাল শাখা। কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলানায়তনে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু, ফুজিটেক ভিলেজ ডেভেলপমেন্ড অর্গানাইজেশন কলাপাড়া শাখার পরিচালক মো: মাহবুবুর রহমান, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউড হাসপাতাল বরিশাল শাখার মেডিকেল অফিসার ডা: কানিজ ফাতেমা জিনাত, প্রোগ্রাম অফিসার মো: কামরুল ইসলাম, ক্যাম্প অর্গানাইজেশন রতন চন্দ্র শীল।
পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু বলেন, মূলত দরিদ্র অসহায় মানুষের সেবার উদ্দেশ্যেই এই কাম্পের আয়োজন করছি। ভবিষ্যতে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
মহিপুরে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীর মহিপুরে ৭ কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার ৯’শ টাকাসহ শানু গাজী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে মহিপুর থানার আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী আলীপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাইজিদ’র নেতৃত্বে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রাম ভর্তি অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯’শ টাকা পাওয়া গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত শানু গাজী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।