প্রতিনিধি, গাজীপুর: কালামপুর এলাকার একটি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে এক মহিলাসহ চার জন নিহত হয়েছে।
আজ সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টা ৫৫ মিনিটে গাজীপুর মহানগরে কালিয়াকৈরের কালামপুর এলাকাযর একটি কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান, এ সময় আগুনে কলোনির চল্লিশটি কক্ষ পুড়ে যায়। আগুনে অগ্নিদগ্ধ হয়ে একজন নারীসহ ৪ জন দগ্ধ হয়ে মারা যায়।
নিহতরা হলেন- মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ইনচার্জ কবিরুল আলম।