300X70
সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আলোচিত খবর
  6. উন্নয়নে বাংলাদেশ
  7. এছাড়াও
  8. কবি-সাহিত্য
  9. কৃষিজীব বৈচিত্র
  10. ক্যাম্পাস
  11. খবর
  12. খুলনা
  13. খেলা
  14. চট্টগ্রাম
  15. জাতীয়

কুবিতে প্রথমবারের মতো শুরু হলো ইংরেজি সপ্তাহ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১:১২ পূর্বাহ্ণ

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো শুরু হয়েছে ইংরেজি  সপ্তাহ-২০২৩। ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের আয়োজনে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‍্যালির আয়োজন করা হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কাটা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড বনানী বিশ্বাস, বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, ইংরেজি সপ্তাহের কনভেনর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক কাজী ফাখেরা নওশীন, প্রভাষক তারিন বিনতে এনাম, প্রভাষক সাহিদা আফরিন, লিবারেল মাইন্ডসের সভাপতি আনোয়ার আজম, সহ-সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়াসহ বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় দু’শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান, নবীনবরণ ও বিদায়সহ নানা আয়োজন। এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই জাঁকজমকপূর্ণ ইংরেজি সপ্তাহের।

সর্বশেষ - ক্যাম্পাস

ব্রেকিং নিউজ :