নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন কুচিয়ামোড়ার ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আসা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশী কাপড় (শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গা) সহ পরিবহনকারী একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার (৬ অক্টোবর) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক এসব মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৪১ লক্ষ ২৩ হাজার টাকা।
পরৈ জব্দকৃত চোরাই কাপড় ও ট্রাক সিদ্দিক বাজার কাস্টমস গুদামের সহকারী রেভিনিউ কর্মকর্তা আরিফ উদ্দিনৈর নিকট হস্তান্তর করা হয়। অবৈধ পথে চোরাচালান বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।