ডেস্ক রিপোর্ট : করোনায় বাংলাদেশে খাদ্য সংকটের শঙ্কা নেই বলে মনে করছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বাংলাদেশ প্রধান রিচার্ড রিগ্যান। তবে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাগুলোর গতি ও অর্থনীতি যে ধাক্কা খেয়েছে তা কাটিয়ে আগের অবস্থায় ফিরে আসাটা সহজ হবে না বলেও মনে করেন তিনি।
সম্প্রতি ডব্লিউএফপির বাংলাদেশ প্রধান এ মতামত ব্যক্ত করেন। তার মতে, বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মীরা এই অর্জনের ভাগীদার।
বাংলাদেশ খাদ্যে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে রিচার্ড রিগ্যান বলেন, এমনকি করোনার সময়ে দেশ জুড়ে খাদ্য সরবরাহ করেছে সরকার, যা তুলনাহীন কাজ। কিন্তু অর্থনীতি যে ধাক্কা খেয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে।
তিনি বলেন, করোনার সময় বাংলাদেশে মৃত্যু অন্যান্য দেশের তুলনায় কম হলেও এই সময়ে প্রায় ২ থেকে ৩ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে।
রোহিঙ্গারা আমাদের উপর পুরোপুরি নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, আমাদের কর্মীরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে এখন তাদের সব দাবি পূরণ করতে। পাশাপাশি স্থানীয়রা যাতে বঞ্চিত না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।