পিরোজপুর প্রতিনিধি : গত রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার ৬৭০টি পরিবারকে প্রণোদনা দিয়েছে পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চলতি রবি মৌসুমে তরমুজ চাষের জন্য পিরোজপুর জেলায় ১২০ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১৩৪ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবার জেলার কৃষকরা তরমুজ চাষ করে লাভবান হওয়ার আশা করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় যে, গত মৌসুমে প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষের উপকরণ হিসেবে পিরোজপুর জেলায় ৫০০ জনকে গম, ১ হাজার ৮৫০ জনকে ভুট্টা, ৩ হাজার জনকে সরিষা, ৩ হাজার ৬০০ জনকে সূর্যমুখী, ১২০ জনকে চিনাবাদাম, ৩০০ জনকে সয়াবিন, ৫ হাজার ২০০ জনকে মুগ, ৪০০ জনকে মসুর এবং ৭০০ জনকে খেসারিসহ ১৫ হাজার ৬৭০ জনকে বীজ প্রণোদনা প্রদান করা হয়।