বাঙলা প্রতিদিন ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. বিশেষ সিএসআর তহবিলের আওতায় কৃষি গবেষণা খাতের উন্নয়নে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসেন এর উপস্থিতিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা ও পশু বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. বেগম ফাতিমা জোহরা এর নিকট আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এই সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।