গাইবান্ধা প্রতিনিধি : চার পুলিশ হত্যা মামলার আসামিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ও তাকে দ্রুত অপসারণের দাবিতে স্থথানীয় নলডাঙ্গা শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নলডাঙ্গার মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপক্ষের সাধারণ জনগণের আয়োজনে বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোজাহারুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, যুবলীগ নলডাঙ্গা ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইসলাম রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মদ আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ তুুুলে বক্তব্যে বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি একজন জামায়াত নেতা ও বামনডাঙ্গার চার পুলিশ হত্যা মামলার আসামী মো. আবুল কাশেমকে নিয়ম-নীতি উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে । শুধু তাই নয়, মো. আবুল কাশেম কয়েকটি নাশকতা মামলারও চার্জশীটভুক্ত অন্যতম
আসামী। কিন্তু মো. আবুল কাশেম প্রভাষক হওয়া সত্বেও কয়েকজন সহকারি অধ্যাপক থাকলেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়াও ইউনিয়ন জামায়াতের
আমীর মাওলানা আব্দুল হালিমের ছেলে শিবির নেতা সাজ্জাদ হোসেনকে কাজী হিসেবে নেওয়ার পায়তারা চলছে। তাই বক্তারা অবিলম্বে মো. আবুল কাশেমকে অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।