বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের অভিযোগ তদন্তের জন্য গঠিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ১৬০০ অভিযোগ জমা হয়েছে।
আজ রাজধানীর গুলশান কার্যালয়ে কমিশনের কার্যক্রম বিষয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, অভিযোগকারীদের মধ্য হতে ১৪০ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ৪০০ টি অভিযোগনামা ও তৎসংশ্লিষ্ট কাগজপত্রাদি পর্যালোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে প্রচলিতভাবে ‘আয়না ঘর’ বা ‘বন্দিশালা’ নামে পরিচিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর জয়েন্ট ইন্টারোগেশন সেল, ডিবি, সিটিটিসি, র্যাব সদরদপ্তর, র্যাব-১, র্যাব-২ ও র্যাব-১১ এর ইন্টারোগেশন সেল অত্র কমিশন পরিদর্শন করেছে।
কমিশনের সভাপতি আরো উল্লেখ করেন, অভিযোগকারী ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৭ সদস্যকে অত্র কমিশন সম্প্রতি শুনানিতে অংশগ্রহণের জন্য সমন প্রেরণ করেছে। পর্যায়ক্রমে অন্যান্য অভিযোগের সাথে সংশ্লিষ্টদেরকেও সমন প্রেরণ করা হবে।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য বিচারপতি মোঃ ফরিদ আহমদ শিবলী, মোঃ নূর খান, ড. নাবিলা ইদ্রিস এবং মোঃ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।