অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আর্থিক স্বাক্ষরতা কর্মসূচীর সফল বাস্তবায়ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক বিশেষ মুদারাবাহ্ সঞ্চয়ী হিসাব ’এহসান’-এর প্রবর্তন করেছে। রাজধানীর একটি কনভেনশন হলে এক অনুষ্ঠানে এই ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মো: আবুল বশর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হাবিব হাসনাত। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব সামি করিম, ব্যাংকের ইনভেষ্টমেন্ট ও সিএমএসএমই ডিভিশনের বিভাগীয় প্রধান এস এম মিজানুর রহমান, বিভিন্ন শাখা হতে আগত ‘এহসান’ হিসাবধারীগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা ব্যবস্থাপকগণ ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।