প্রতিনিধি, চট্টগ্রাম: করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলেও শারীরিকভাবে সুস্থ আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এবং তার স্ত্রী। তার পরিবার জানিয়েছেন, কোন উপসর্গ না থাকায় বর্তমানে দুজনেই বাসায় আইসোলেশনে আছেন।
বুধবার (৬ জানুয়ারি) নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে সুজন ও তার স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলেও দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন বলে তার পরিবার থেকে জানাগেছে।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন নগর আওয়ামী লীগের সহ সভাপতি। করোনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষিতে চসিকের আগের নির্বাচিত পরিষদ মেয়াদ উত্তীর্ণ হলে গত বছরের ৫ আগস্ট চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পান সুজন।