অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জনতা ব্যাংক পিএলসির চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় গত শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহছান ও মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বক্তব্য রাখেন।
ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজার সভাপতিত্বে সভায় ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা-উত্তর ও ঢাকা-দক্ষিণ এর আওতাধীন এরিয়া অফিসের প্রধান ও কর্পোরেট-২ শাখার প্রধানগণ অংশগ্রহণ করেন।