জাতীয় পার্টি সব সময় গণমানুষের কথা বলবে : জিয়াউদ্দিন আহমেদ বাবলু
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সুস্থ্যতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে গোলাম মোহাম্মদ কাদের অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই সুশাসন ও উন্নয়নের নতুন বাংলাদেশ গড়বে জাতীয় পার্টি। গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি দুর্বার ও দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সবার আগে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারও নারী ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করেছে কিন্তু ধর্ষণ কমেনি। আমরা চাই আইনের শাসন নিশ্চিত হোক। তিনি বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে হয়েছে, তাই ব্যাংক গুলোর অবস্থা অত্যান্ত খারাপ। দেশের মানুষের টাকা যারা বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরো বলেন, নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, হত্যাকান্ড ঘটছে। নির্বাচনে হত্যাযজ্ঞ গণতান্ত্রিক পরিবেশে মেনে নেয়া যায় না। নির্বাচনে সন্ত্রাস রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে আহবান জানান তিনি। দেশের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টি মহাসচিব। তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে জাতীয় পার্টি। তিনি বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম এবং থাকবো। জাতীয় পার্টি সব সময় গণমানুষের কথা বলবে।
সকাল থেকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় ওলামা পার্টির পক্ষ থেকে কোরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়। বিকেলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালী। শুক্রবার বাদ জুম্মা ও বাদ আছর দেশের প্রতিটি জেলায় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের আয়োজনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় আগামীকাল বাদ মাগরিব জাতীয় যুব সংহতির উদ্যোগে কাকরাইল কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালামা ইসলাম এমপি, প্রেসিডয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডয়াম সদস্য এটিইউ তাজ রহমান, এড. মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, জহিরুল ইসলাম জহির।
উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, ড. নূরুল আজহার শামীম, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেন, ইকবাল হোসেন তাপস, সম্পাদক মন্ডলীর সদস্য- মোঃ হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, হুমায়ন খান. আনোয়ার হোসেন তোতা, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মাখন সরকার, মোঃ মিজানুর রহমান মিজান, সুলতান মাহমুদ, আহাদ ইউ চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া, এসএম আল জুবায়ের, মিজানুর রহমান মিরু, খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, আঃ সাত্তার গালিব, আখতার হোসেন দেওয়ান, এসএম সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, মোঃ শহিদ হোসেন সেন্টু, ডাঃ সেলিমা খান।
কেন্দ্রীয় নেতা- বাসেত আলী টিপু, শেখ সারোয়ার, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, হেলাল খান, মাওলানা খলিলুর রহমান ছিদ্দিকী, জিয়াউর রহমান বিপুল, মোঃ ফারুক শেঠ, শাহীন আলীম, মোঃ জামাল উদ্দিন, আজিজুল হুদা চৌঃ সুমন প্রমুখ।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর
প্রেস সেক্রেটারি-০২।