বাহিরের দেশ ডেস্ক : হত্যার জন্য সোশ্যাল মিডিয়া টুইটারকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন জাপানের এক তরুণ। টুইটার ব্যবহার করে মানুষজনকে বাড়ি ডেকে আনতেন তিনি। এভাবে ৯ জনকে বাড়িতে ডেকে এনে ঠাণ্ডা মাথায় হত্যা করেন তাকাহিরো শিরাইশি নামের ওই জাপানি তরুণ।
স্থানীয় সময় বুধবার টোকিওর একটি আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় ঘোষণা করেন।
এমন সিরিয়াল হত্যাকাণ্ডের ঘটনায় জাপানের একটি আদালত শিরাইশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। শিরাইশির ফ্ল্যাট থেকে নিখোঁজ কয়েকজনের মরদেহ উদ্ধারের পর ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তিনি পুলিশের কাছে ৯ জনকে হত্যার কথা স্বীকার করেন। তার ভিকটিম মধ্যে আটজন নারী ও একজন পুরুষ ছিল।
শিরাইশির হত্যা করার কৌশল পুরোপুরি ভিন্ন ছিল। প্রথমে তিনি টুইটারে অবসাদগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করতেন। এরপর তাদের আত্মহত্যার প্ররোচণা দিয়ে নিজের ফ্ল্যাটে ডেকে আনতেন। এভাবে তিনি নয়জনকে হত্যা করেন।
এ কারণে তাকাহিরো শিরাইশি জাপানে ‘টুইটার কিলার’ নামে পরিচিতি পান। আদালতে হত্যার দায় স্বীকার করে শিরাইশি বলেন, মানসিক অবসাদে ভুগছেন- এমন লোকজনকে টার্গেট করতে তিনি। একসঙ্গে বসে আত্মহত্যা করার কথা বলে তাদের ফ্ল্যাটে আনতেন। উল্লেখ্য, জাপানিদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বিশ্বে সবচেয়ে বেশি।