টঙ্গী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবতন দিবস উপলক্ষে। টঙ্গী থানা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ, মাক্স ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা আক্তার আশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, সাবেক শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু, সহ সভাপতি রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান বিল্লাল হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, মহানগর মৎসজীবীলীগের সাধারণ সম্পাদক আশাদুল কবির, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোল্লা, তৃণমূল জন সংগঠন টঙ্গী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেক হোসেন খান, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, মহিলা আওয়ামী লীগ নেত্রী সালেহা বেগম, ৫৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী শিউলি আক্তার, কুহিনুর বেগম, মিলি আক্তার, শাহিদা আক্তার, হালিমা আক্তার পারুল, নাহিদা পারভীন, তাসলীমা বেগম, স্বপ্না রায়, রাশিদা বেগমসহ বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।