300X70
বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আবহাওয়া
 6. আলোচিত খবর
 7. উন্নয়নে বাংলাদেশ
 8. এছাড়াও
 9. কবি-সাহিত্য
 10. কৃষিজীব বৈচিত্র
 11. ক্যাম্পাস
 12. খবর
 13. খুলনা
 14. খেলা
 15. চট্টগ্রাম

টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে বিজিবি কর্তৃ পরিচালিত অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গত ০২ আগস্ট ২০২৩ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিত্বে দমদমিয়া বিওপি’র ০২টি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ২২৪০ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল ০২ জন ব্যক্তিকে সাঁতার দিয়ে নাফ নদী সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপের উত্তর মাথায় আসতে দেখে।

কিছুক্ষণ পর উক্ত ব্যক্তিদেরকে দ্বীপে উঠতে দেখা মাত্রই বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করলে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহলদল তাদেরকে চারদিক থেকে ঘেরাও করতঃ (১) একরাম মোল্লা (২২), পিতা-মৃত আলম, মাতা-হামিদা খাতুন, ২৭ নম্বর জাদিমুরা এফডিএমএন ক্যাম্প, ব্লক নং বি/৫, এবং (২) মোঃ ইউনুস (২০), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মাহমুদা খাতুন, গ্রাম-দমদমিয়া,  ৯নং ওয়ার্ড, পোস্ট- হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার নামক ২ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদের বহনকৃত দু’টি পোটলার ভেতর হতে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :