300X70
বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আলোচিত খবর
  6. উন্নয়নে বাংলাদেশ
  7. এছাড়াও
  8. কবি-সাহিত্য
  9. কৃষিজীব বৈচিত্র
  10. ক্যাম্পাস
  11. খবর
  12. খুলনা
  13. খেলা
  14. চট্টগ্রাম
  15. জাতীয়

ঢাকা জেলা প্রশাসকের অভিযানে ৪০ কোটি টাকার খাসজমি উদ্ধার 

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩১, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান স্যারের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক স্যারের সার্বিক তত্ত্বাবধানে আজ ৩১ আগস্ট, বৃহস্পতিবার ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেল এর ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার।

এ অভিযানের সময় দর্পণ হাউজিং এর দখলে থাকা নলভোগ মৌজার সিটি ১ নং খতিয়ানের ১৪০৮ নং দাগের ৪৩.৫ শতক, ১৪৩৬ নং দাগের ১১.৫ শতক, ১৪৪৪ নং দাগের ২৯ শতক এবং ১৪৪৫ নং দাগের ৭৫ শতক জমি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোট সম্পত্তির পরিমাণ ৯৬ কাঠা যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।

এ খাসজমি উদ্ধার করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড এবং লাল পতাকা স্থাপন করা হয়। উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার এবং ধউর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খাসজমি উদ্ধারে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

ব্রেকিং নিউজ :