বিআইডব্লিউটিএ’র অভিযান:
নিজস্ব প্রতিবেদক:
বিআইডব্লিউটিএ’র অভিযানে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ ও সড়ক পরিবহন আইনের ধারা সংশোধনসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে এ মানবববন্ধন করেন তারা। ঘোষণা দেন, দাবি পূরণ না হলে, সোমবার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে। দাবি জানান, জেলায় জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণের এবং দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে ৩০২ ধারায় মামলা দায়ের বন্ধ করার।
এছাড়া, সড়কে পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ ৯ দফা দাবি উপস্থাপন করেন নেতারা।