গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পিকআপ গাড়িতে থাকা তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১৩। এসময় এই মাদকের সাথে জড়িতে চালক বিপ্লব কুমার (৩০) ও হেলপার আসলাম হোসেন সাদ্দাম (৩০) কে গ্রেফতার করা হয়।
শনিবার (৩০ মার্চ) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি বিপ্লব কুমার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও আসলাম হোসেন সাদ্দাম পুরুষাফেরুশা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ মার্চ) সকালের দিকে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। এতে থাকা একটি তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দসহ ওই কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।#
গাইবান্ধায় রোলারের চাপায় শ্রমিকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক নির্মাণ কাজের রোলারের চাপায় তমিজ উদ্দিন (৬৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৩০ মার্চ) সকালে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বোয়ালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তমিজ উদ্দিন গোবিন্দগঞ্জ উপজেলার উপজেলার দিঘলকান্দি গ্রামের শহির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়,ওই সময় মহাসড়কে নির্মাণ কাজ চলছিল। সেখানে তমিজ উদ্দিন শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এরই মধ্যে অসাবধানতায় রোলারের সঙ্গে ধাক্কা লেগে তমিজ উদ্দিন লুটিয়ে পড়ে যায়। এসময় ঘটনা স্থালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান সংবাদিদের জানান, ওই ঘটনার খবর পেয়ে নিহত তমিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের পর ভুট্টা খেতে শিশুর মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিজিৎ চন্দ্র জিৎ (১০) নামের এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মাচ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (নামাপাড়া) এলাকার করতোয়া নদীর চরের একটি ভুট্টা খেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
অভিজিৎ চন্দ্র জিৎ বগুলাগাড়ী গ্রামের রনজিৎ চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
এ তথ্য নিশ্চিত করে দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য সজীব আহমেদ খান স্বজনদের বরাত দিয়ে বলেন, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে হঠাৎ বাড়ি থেকে অভিজিৎ চন্দ্র জিৎ নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে।
এরই মধ্যে শনিবার দুপুরের দিকে ওই নদী চরের ভুট্টাখেতে অভিজিৎ চন্দ্রের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ সাংবাদিকদের জানান, অভিজিৎ চন্দ্র জিৎ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুর মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।