নিজস্ব প্রতিবেদক : র্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিন কেরানীগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
র্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০৫/১০/২০২০ খ্রিঃ তারিখ অনুমান ২০.০৫ ঘটিকার সময় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ রাকিবুল হাসান এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর মধ্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব মিয়া (২৫), পিতা- তোঁতা মিয়া, সাং- দোলেশ্বর (মধ্যপাড়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা নামের ১ জনকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ও ২,৭৫০/- টাকা উদ্ধার করা হয়।
এরআগে বিকাল ৪টার দিকে সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সির নেতৃত্বে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর, সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জসিম মৃধা (৩৭), পিতা- মৃত আব্দুর জব্বার মৃধা, সাং- রামপুর, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী নামের ১ জনকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃ ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দক্ষিন কেরানীগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।