এম,এ মান্নান, লালমনিরহাট :
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবত বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ জাতিতে পরিণত হতে হলে যে জ্ঞানভিত্তিক সমাজ প্রয়োজন তা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। পাশাপাশি রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হলে মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। তিনি আজ বিকেলে লালমনিরহাটে বঙ্গবন্ধু এরোস্পেস এন্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় তাঁর সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এয়ার ভাইস মার্শাল ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের পরামর্শক সালমান ডেভিড সহ বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছর ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিযয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস করা হয় এবং একই বছর ৬ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্টার ও ট্রেজারারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।