বাঙলা প্রতিদিন ডেস্ক : গত ২০ জানুয়ারী পর্দা উঠেছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৯ দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশসহ ৭৪টি দেশের প্রায় আড়াইশোটি সিনেমা।
উৎসবে বাংলাদেশের ৭১টি সিনেমা প্রদর্শিত হবে যার মাঝে ৩৪ টি চলচ্চিত্রই বাংলাদেশী চলচ্চিত্র শিক্ষার্থীদের নির্মিত। যার মাঝে উল্যেখযোগ্য রয়েছে, আসিফ রহমান সৈকতের ‘বনফুল’, সাদমান শাহরিয়ারের ‘সিটি ডায়েরি’, রাগীব শাহরিয়ার সৈকতের ‘মধুর মাধবী’, সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’, আফিফা আক্তারের ‘কালার্স অফ সোল’, ইকবাল হাসান খানের ‘বাড়ি ফিরে বুদ্ধা’, ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘স্যালভেশন অফ ট্রি’ ও ‘ডেথ এন্ড ল্যান্ডস্কেপ’, সিফাত আহম্মেদের ‘পাগল সাত্তার’, জাকির হাসান অনিকের ‘পেপার’, তাসনোভা তাবাসুমের ‘টিপস’, কিমিয়া শাহ আদতের ‘গল্পকথা’, শাহ সাকিব সোবহান ম্যাজিকের ‘বিয়ে বাড়ির মিস্টি’ সোমাইয়া আফরিন মৌমিতার ‘অবশেষে’, মামুন সোবাহানির ‘ধূষর পান্ডুলিপি’, জিয়াউল হক রাজুর ‘অন্তহীন পথে’, এন এইচ তুহিনের ‘এস্কেপ’, বিপ্লব কুমার পাল বিপুর ‘দ্যা বয় ইন দ্যা টর্ন সুজ’, আর কে আর মুনের ‘ইকুয়ালিটি’ মো: সামবিতুল ইসলামের ‘ইয়ার ০০০০’, ইউসুফ হাফিজের ‘ডোমের চিতা’ মৃত্তিকা রাশেদের ‘দ্বৈরথ’, রাবি আহমেদের ‘মনোবান (দ্যা ফটোগ্রাফ) নিলয় চন্দ্র দাশের ‘ডাইনির বাশি’, মোঃ রাশিদুল ইসলামের ‘সম্পর্ক’, অপু শর্মার ‘দ্যা ট্র্যাপ ওফ দ্যা সোসাইটি’, আলিফ মোহাম্মদের ‘কতো রঙ্গ দেখি দুনিয়ায়’, মহিউদ্দীন আল আরাবির ‘সূর্যমুখী-দ্যা সানফ্লাওয়ার’, ফিডেল ড্রং এর ‘ছাতা-দি আমব্রেলা’, ঝুমুর আসমা জুঁইয়ের পালকি-ফ্ল্যায়িং এন ইমোশন, জারিয়াত হায়দারের ‘ব্যাতিরেক’, মুরসালিন সরকারের ‘অন্তরায়’ ইত্যাদি।
চলচ্চিত্র শিক্ষার্থীদের নির্বাচিত এসব চলচ্চিত্র সম্পর্কে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি সাদমান শিহির জানান, “আমরা বেশ আনন্দিত ও গর্বিত যে বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে ৩৩ টি চলচ্চিত্র আমাদের শিক্ষার্থীদের নির্মিত, এর মধ্যে বেশ কয়েকটি প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করছে। চলচ্চিত্র শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এসব চলচ্চিত্র নির্মাণ করছে, প্রতিষ্ঠানগুলো থেকে পৃষ্ঠপোষকতা পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে, সামনে হয়তো আমরা আরো বেশি ফিল্ম পাবো।
বাংলাদেশের চলচ্চিত্রে একটা বড় পরিবর্তন আসছে, চলচ্চিত্র শিক্ষার্থীরা সেই পরিবর্তনের অন্যতম সৈনিক। শিক্ষার্থীদের নির্মাণ করা বেশ কয়েকটি ফিলা আন্তর্জাতিক মানসম্পন্ন, আমরা দর্শকদের অনুরোধ করবো সকলকে উৎসবে আসার জন্য এবং বিশেষ করে চলচ্চিত্র শিক্ষার্থীদের নির্মাণ করা এসব চলচ্চিত্র উপভোগ করে তাদের সুচিন্তিত মতামত জানানোর জন্য।
একই সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিম রোজা বলেন, চলচ্চিত্র শিক্ষার্থীদের তাদের প্রাতিষ্ঠানিক কাজের অংশ হিসেবে চলচ্চিত্র নির্মাণ করতে হয়, কিন্তু ফিল্ম বিভাগ গুলোতে ফান্ডিং ও সরকারি প্রনোদনা না থাকার কারণে শিক্ষার্থীরা আশানুরূপ চলচ্চিত্র নির্মাণ করতে পারছে না। তাই আমরা বিশ্ববিদ্যালয় বাজেট ও সরকারিভাবে চলচ্চিত্র নির্মাণের জন্য বিশেষ বরাদ্ধ দাবি করছি।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এ স্লোগান নিয়ে শনিবার থেকে রাজধানীতে শুরু হলো ৯ দিন ব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উসব।
এবার বাংলাদেশসহ ৭৪ টি দেশের প্রায় ২৫২ টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিন্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেডেন্ট ফিল্ম এবং উইমেন ফিল্ম সেশন বিভাগগুলো থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।