আর এন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ শেরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জনের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা।
আজ ৪ অক্টোবর সকালে প্রতীক বরাদ্দ করা হয়। এতে আওয়ামিলীগ থেকে মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া নৌকা, আওয়ামীগ স্বতন্ত মোহাম্মদ বজলুর রহমান আনারস , কফিল উদ্দিন চশমা , মোঃ হারুন অর রশিদ মোটর সাইকেল ।
শেরপুর ইউনিয়নের উপ-নির্বাচন ২০ অক্টোবর অনুষ্ঠিতত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবে ২০২৬৫ জন ভোটার । পুরুষ ১০৪১২ জন মহিলা ৯৮৫৩ জন।
উল্লেখ্য গত ১৮ আগষ্ট তারিখে শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোরহাব উদ্দিন মন্ডল মৃত্যুবরন করেন।