আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৮ অক্টোবর) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে পরিষদের সভাপতি এস.এম. ফারুক সরকারের সভাপতিত্বে সকাল সাড়ে ৮টায় ফেস্টুন-ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা হলরোমে শেখ রাসেল শিক্ষা পদক ২০২০ অনুষ্ঠানে ১২ পাউন্ডের কেক কেটে শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন পালন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরসভা মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শরাফ উদ্দিন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপক তসলিমা বেগম লাভলী, সাংবাদিক আলম ফরাজী, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জল, আহ্বায়ক আরিফুল ইসলাম সামাদ প্রমূখ।
পরে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল শিক্ষা পদক বিতরণ মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।