নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেট ও খাগড়াছড়িসহ দেশে নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের উদ্যােগ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। সংগঠনের সভাপতির পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংবাদিক জাহাঙ্গীর খান বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতারা।