বাহিরের দেশ ডেস্ক: নিউজিল্যান্ডের লেবার দলের বর্তমান প্রধানমন্ত্রী জাসিন্দ আরডান। আসছে ১৭ অক্টোবর জাতীয় নির্বাচন উপলক্ষে বুধবার আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সেখানে গাঁজা সেবন করার কথা স্বীকার করেছেন জাসিন্দ আরডান। খবর ডেইলি মেইল-এর।
এদিন প্রধানমন্ত্রী জাসিন্দা ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিনসের মুখোমুখি আধাঘণ্টার বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাফল্য অর্জন করায় নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন আরডান।
এদিকে অক্টোবরের এ নির্বাচনে তার দ্বিতীয় দফা বিজয়ের সম্ভাবনা বেশ প্রবল। অন্যদিকে জাসিন্দার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রক্ষণশীল দল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্সেরও ব্যাপক জনসমর্থন রয়েছে।
জানা গেছে, আগামী নির্বাচনে নিউজিল্যান্ডের ভোটাররা দুটি ইস্যু নিয়ে ভোট দেবেন। তার মধ্যে অন্যতম গাঁজার বৈধ ব্যবহারের অনুমতি এবং স্বেচ্ছামৃত্যুর অনুমতি।