বাঙলা প্রতিদিন ডেস্ক : নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে যেতে ঢাকা ১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলাম মিথ্যে অভিযোগ করছেন বলে মন্তব্য করেছেন আসনটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।
সন্ধ্যায় ঢাকা নবাবগঞ্জ উপজেলার কমোড়গঞ্জে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন৷
সালমান এফ রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা ক্রমাগত প্রতিটি এলাকায় টহলরত অবস্থায় আছেন। এই অবস্থায় কোন ভোটারের উপর কোন ধরনের প্রভাব বিস্তার করা বাস্তবসম্মত নয়।
আওয়ামী মনোনীত এই প্রার্থী বলেন, লাঙ্গল প্রতীকের প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। কেননা তিনি তার কোন ভোটারকে হুমকি দেয়া হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি। তাছাড়া কোন দলের কোন প্রার্থীর বা সমর্থকরা তাকে হুমকি দিয়েছেন সেটাও নির্দিষ্ট করে বলেননি।
বিকেলে লাঙ্গল প্রতীকের প্রার্থী একটি বেসরকারী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তার ভোটারদের হুমকি দেয়া হচ্ছে বলে নানা অভিযোগ করেন৷
এ সময় তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উক্তি উল্লেখ করে বলেন, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দেবো উদ্ধৃতির বরাত দিয়ে ভোটারদের নিঃসংকোচে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।