300X70
মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আলোচিত খবর
 6. উন্নয়নে বাংলাদেশ
 7. এছাড়াও
 8. কবি-সাহিত্য
 9. কৃষিজীব বৈচিত্র
 10. ক্যাম্পাস
 11. খবর
 12. খুলনা
 13. খেলা
 14. চট্টগ্রাম
 15. জাতীয়

নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ পগবা

প্রতিবেদক
sahana akter
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্কঃ নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে ফুটবল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবাকে। ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ের ম্যাচটির পর পগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠে। পরবর্তীতে পরীক্ষা করে পগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন শনাক্ত করেছে ইতালিয়ান এন্টি ডোপিং অথরিটিস (এনএডিও)।

ইতালির জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা জানিয়েছে, গত ২০ আগস্ট উদানিসের বিপক্ষে জুভেন্তাসের ম্যাচের পর— পরীক্ষা করে পগবার দেহে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায়। ৩০ বছর বয়সী ফরাসি এ ফুটবলার ওইদিনের ম্যাচে খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেদিন তার স্যাম্পল নেওয়া হয়েছিল।

ইতালির অ্যান্টি-ডোপিং সংস্থা জানিয়েছে, পগবা ডোপিংবিরোধী আইন ভঙ্গ করেছেন। সংস্থাটি আরও জানিয়েছে, গত ২০ আগস্ট পরীক্ষা করে তার দেহে নিষিদ্ধ ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে।

টেস্টোস্টেরন হলো এক প্রকার হরমোন, এটি খেলোয়াড়দের মাঠের স্থায়িত্ব বাড়াতে সহায়তা করে।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আবারো জুভেন্টাসে যোগ দিয়েছিলেন পগবা। এর আগে ২০১২-১৬ সার পর্যন্ত তুরিনের জায়ান্টদের হয়ে চারটি সিরি-এ ও দুটি ইতালিয়ান কাপ জয় করেছেন।

২০২২-২৩ মৌসুম অবশ্য ইনজুরির কারনে নিজেকে মেলে ধরতে পারেননি। মাঠ ও মাঠের বাইরে বিতর্ককে সঙ্গী করেই তার সময় কাটছে। ছোটবেলার বন্ধু ও এক ভাইয়ের সাথে মহামূল্য প্লট জালিয়াতির বিষয়ে পগবাকে জড়িয়ে বিতর্ক কম হয়নি। এ মৌসুমে জুভেন্টাসের হয়ে মাত্র ১০ ম্যাচ খেলেছেন, কাতার বিশ্বকাপেও ইনজুরির কারণে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেননি।
সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে পগবা বলেছেন, ‘গত মৌসুমটা মোটেই ভালো যায়নি।

সে কারণেই আবারো ভালোভাবে ফুটবলে ফেরার আকাঙ্খা বেড়েছে। যে সমস্ত মানুষ আপনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, তাদের কাছ থেকেই আপনি বেশি দু:খ পাবেন। শত্রু কোথায় আছে সেটা সহজেই বের করা যায়। কিন্তু পরিবার এবং বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি আপনাকে ধ্বংস করতে চায়, তাহলে সেটা বের করা সত্যিই কঠিন। এজন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। অর্থ-সম্পদ মানুষকে পরিবর্তন করে দেয়, পরিবারকে ভেঙ্গে দেয়।’

সর্বশেষ - ক্যাম্পাস

ব্রেকিং নিউজ :