বাঙলা প্রতিদিন ডেস্ক : গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রুবায়েত হাসান রাসেলকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে।
আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।
গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশক্রমে গত ২৭ অক্টোবর, ২০২৩ইং তারিখে সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে আওয়ামী যুবলীগ, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রুবায়েত হাসান রাসেলকে গভীর রাতে অনধিকার প্রবেশ করে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বলাইনগুয়া গ্রামের নবাগত সংঘের অস্থায়ী দুর্গাপূজা মণ্ডপে হামলা ও পূজা ম-পের সভাপতি রিন্টু রঞ্জন তালুকদারসহ কয়েকজনকে মারধরের সুনির্দিষ্ট অভিযোগে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।