নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীর কালশী এলাকায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুই দিন আগে গ্রামের বাড়ি থেকে কালশী এলাকায় বাবার কাছে আসে ওই কিশোরী। শনিবার (১০ অক্টোবর) রাতে বাবার সাথে রাগ করে বাসার বাইরে যায় সে। পথ ভুল করে কালশী কবরস্থান এলাকায় গেলে আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয় নামে চারজন যুবক তাকে ফুসলিয়ে এলাকার একটি মেসে নিয়ে যান। সেখানে চারজন মিলে তাকে ধর্ষণ করেন।
তিনি আরও বলেন, রোববার ভোরে ওই কিশোরী সেখান থেকে পল্লবী থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়। দ্রুত অভিযানে ওই চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ।