300X70
শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আলোচিত খবর
  6. উন্নয়নে বাংলাদেশ
  7. এছাড়াও
  8. কবি-সাহিত্য
  9. কৃষিজীব বৈচিত্র
  10. ক্যাম্পাস
  11. খবর
  12. খুলনা
  13. খেলা
  14. চট্টগ্রাম
  15. জাতীয়

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা, ৯ সেনা নিহত

প্রতিবেদক
sahana akter
সেপ্টেম্বর ১, ২০২৩ ১০:৩৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলার পর পুরো এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে, কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মোটরসাইকেল আরোহী আত্মঘাতী এ বোমা হামলা চালান। দুর্গম ওই সীমান্ত এলাকা জঙ্গি তৎপরতার আস্তানা হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিলেন। তার মোটরসাইকেলটি সামরিক গাড়িবহরে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আল জাজিরা বলছে, আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলটি দীর্ঘদিন ধরে অশান্ত। সশস্ত্র যোদ্ধা ও সরকারের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার পর গত বছর থেকে এ অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে। গত মাসে এ অঞ্চলের একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ভয়াবহ ওই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

তার আগে চলতি বছরের জানুয়ারিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত এক ব্যক্তি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের পুলিশ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা করেন। ওই ঘটনায় পুলিশের ৮০ জনেরও বেশি কর্মকর্তা নিহত হন।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - ক্যাম্পাস

ব্রেকিং নিউজ :